ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ শনিবার সন্ধ্যায় গাড়িচাপায় দুই পথচারী নিহত ও একজন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে ইব্রাহিম (২০) ও একই এলাকার সনো মিয়ার ছেলে ইয়াছিন (১৯)। সাইফুল নামের অপর একজন গুরুতর আহত হয়।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের একটি টহল দল মাদক বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া দেয়। পিকআপটি বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় তিন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইব্রাহিম ও ইয়াছিন মারা যান। পরে সাইফুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা কোন গাড়ির চাপায় নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।