ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীতে নিহত ১
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে একজন নিহত হয়েছেন। এতে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে হঠাৎ কালবৈশাখীতে উপজেলার কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম মানিক (৪৫)। এ সময় তাঁর স্ত্রীও আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হঠাৎ করেই কালবৈশাখী ওঠে। এ সময় বাইরে থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ আলম। পথে কান্দাইলে বিজিবির ফাঁড়ির পাশে গাছ ও সোলার বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে খোরশেদ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে চার শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ক্ষতি হয়েছে ফসলেরও।
স্থানীয় এক খামারি জানান, ঝড়ে তাঁর খামারের প্রায় এক হাজার ৫০০ মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই ব্যক্তির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ে ওই এলাকার অধিকাংশ ঘরবাড়ি উড়ে গেছে।