ফেনীতে ইয়াবা জব্দ, পুলিশসহ দুজনের রিমান্ড মঞ্জুর
ফেনীতে ছয় লাখ ৮০ হাজার ইয়াবা বড়িসহ আটকের ঘটনায় মামলা করেছে র্যাব। ওই মামলায় ইয়াবাসহ আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও গাড়ির চালক জাবেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী ওই হেফাজত মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে র্যাব ৭-এর একটি দল একটি গাড়ি তল্লাশি করে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মাহফুজুর রহমান ও গাড়ির চালক জাবেদ আলীকে আটক করে। পরে রোববার রাত ১২টার পর র্যাব আটক ব্যক্তিদের ইয়াবাসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ফেনীতে র্যাব ৭-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-১) উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম তিন পুলিশ কর্মকর্তাসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ফেনী সিপিসি ১-এর উপপরিচালক মেজর মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন এএসআই মাহফুজুর রহমান ও তাঁর গাড়ির চালক জাবেদ আলী, কক্সবাজার গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত উপপরিদর্শক (এসআই) বেলাল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই আশিক, ঢাকা কোর্টের আইনজীবী তোফাজ্জল হোসেন ও জাকির হোসেন, মুহুরি মোতালেব প্রমুখ।
এই আসামিদের মধ্যে আটক এএসআই মাহফুজুর ও গাড়ির চালক জাবেদকে আজ আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। আদালত তিনদিনের হেফাজত মঞ্জুর করেন।