হবিগঞ্জে টর্নেডোর আঘাতে ৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত
হবিগঞ্জ সদর উপজেলায় টর্নেডোর আঘাতে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নিজামপুর ইউনিয়নের ১২টি গ্রামে আঘাত হানে টর্নেডো। টর্নেডোতে মাঠের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
অসহায় লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। আজ শনিবাব দুপুরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়-তুফান হয়। রাত দেড়টার দিকে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে টর্নেডো আঘাত হানে। টর্নেডোর আঘাতে সুকড়িপাড়া, শরীফপুর, বলবার চক, খালপার, এতবারপুর, উত্তর বড়চর, কালার চক, নিতাইর চক, পূর্ব কাটাখালীসহ গ্রামে ব্যাপক ক্ষতি হয়।
জেলা প্রশাসন সূত্রে জানায়, টর্নেডোর আঘাতে নিজামপুর ইউনিয়নের ২৩৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৬৮টি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের বসতভিটা মাটির সঙ্গে মিশে গেছে। ভেঙে পড়েছে বাড়ির গাছপালা।
মারাত্মক ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুই বান ঢেউটিন ও পাঁচ হাজার টাকা দেওয়া হয়। কম ক্ষতিগ্রস্ত ১৬৬টি পরিবারকে দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। শনিবার দুপুরে জেলা প্রশাসক সাবিনা আলম ক্ষতিগ্রস্তদের হাতে এসব সাহায্য তুলে দেন।