আমগাছের গোড়ায় গ্রেনেড-গুলি!
নাটোর সদর উপজেলায় একটি আমগাছের গোড়া থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড ও ২২টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জালালাবাদ গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পরিত্যক্ত ওই গ্রেনেড ও গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, কয়েক দিন আগে জালালাবাদ গ্রামের আবদুল মান্নান তাঁর বাগানের একটি পুরোনো আমগাছ বিক্রি করেন। আজ সকালে ওই গাছটি কাটার সময় গোড়ার মাটির নিচে কাপড়ে মোড়ানো একটি ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খুলে স্থানীয়রা দেখতে পান, সেখানে গুলি ও গ্রেনেড।
এসআই আরো জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করে। পরে সেগুলো থানায় নিয়ে আসা হয়। ওই গ্রেনেড ও গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন তিনি।