নাটোরে ত্রাণ বিভাগের ২ প্রকৌশলীকে কুপিয়ে জখম
নাটোরে ত্রাণ বিভাগের দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেলে সদর উপজেলার হালসা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়শা সিদ্দিকা জানান, ত্রাণ বিভাগের অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার হালসা ইউনিয়নের পার হালসা খালের ওপর একটি সেতু নির্মাণ করা হচ্ছে। আজ সেতুর ঢালাই কাজ শেষে বিকেলে ত্রাণ বিভাগের দুই উপসহকারী প্রকৌশলী মীর্জা আবু সাঈদ ও মাসুদ রানা মোটরসাইকেলে করে অফিসে ফিরছিলেন। এ সময় হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী পেছন থেকে এসে তাদের কোপ দিলে দুই প্রকৌশলী মাটিতে পড়ে যান। এলাকার লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আরিফ মোহম্মদ।