মেঘনার ভাঙন কেড়ে নিল তিন ভাইকে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনার ভাঙনে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার করেং চরের সাহেবান বাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরা হল উপজেলার হাজী গ্রামের মোহাম্মদ হাসান মিয়ার তিন ছেলে রিয়াদ (১০), জিহাদ (৭) ও রাহাত (৫)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হুদা বার্তা সংস্থা ইউএনবিকে জানান, গতকাল সোমবার বিকেলে তিন ভাই মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির পাশে মেঘনা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় নদীর ভাঙনে পড়ে তারা মাটিচাপা পড়ে।
আজ সকালে জেলেরা মাছ ধরার সময় নদীর পাড়ে তিন ভাইয়ের লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি।