আমরা ধিক্কার জানাই আইনমন্ত্রীকে : ফখরুল
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে নিয়ে মন্তব্য করায় আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আইনমন্ত্রীর সমালোচনা করেন।
গত বুধবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে বলব, কোনো দেশে কিন্তু বিচারকার্য ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা পাবলিকলি বলেন না।’
প্রধান বিচারপতিকে নিয়ে আইনমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাদের কথায় বেরিয়ে যাচ্ছে, এই দেশে আইনের শাসন নেই। এই দেশে এই সরকার জোর করে ক্ষমতায় চেপে বসে আছে এবং তারা সর্বক্ষেত্রে আজকে হস্তক্ষেপ করছে। মাননীয় প্রধান বিচারপতি, তিনি কয়েকদিন আগেই একটা বক্তৃতায় বলেছেন যে, এক্সিকিউটিভ অর্থাৎ যারা প্রশাসন, সরকার, তারা বিচার বিভাগের ওপরে অযৌক্তিক হস্তক্ষেপ করছে। এতে তাদের আঁতে ঘা লেগেছে।’
‘এখন আইনমন্ত্রী বলছেন, অত্যন্ত দুঃখজনকভাবে, যেটার আমরা প্রতিবাদ জানাই। তিনি বলছেন, প্রধান বিচারপতি বেশি কথা বলছেন। আমরা ধিক্কার জানাই এই আইনমন্ত্রীকে। প্রধান বিচারপতি সত্য কথা বললে, তখন তারা এই সমস্ত কথা বলে।’
জেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান। জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
সম্মেলনে দেওয়া বক্তব্যে সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বন্ধুগণ, আজকে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তারা আজকে নিয়ন্ত্রণ করছে। প্রেস (গণমাধ্যম) নিয়ন্ত্রণ করছে, অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) নিয়ন্ত্রণ করছে, আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছে। তাদের অধীনে পুলিশ, র্যাব, বিজিবিকে তারা তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। সেই কারণেই আজকে এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই।’
‘আজকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যায়। আমাদের এই ঠাকুরগাঁওতেই অনেককে ধরে নিয়ে গেছে। তাদেরকে বলা হয়, তারা নাকি জঙ্গি। জঙ্গি মামলা দিয়ে রেখেছে, দুটা আমি জানি এই ঠাকুরগাঁওয়ে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী কিছু দিন আগে ভারতে গেলেন। খুব ঢাক-ঢোল পিটিয়ে অনেক কিছু নিয়ে আসবেন বলে গেলেন। কিন্তু ফিরে এসেছেন শূন্য হাতে।’