নিরীহ মানুষ মামলা ও হামলায় জর্জরিত : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার থাকলে ওই নির্বাচন সুষ্ঠু হবে না। সাধারণ নিরীহ মানুষ মামলা ও হামলায় জর্জরিত। মিথ্যা মামলা থেকে রাজনৈতিক নেতারাও রেহাই পায়নি।’ তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক নেতাদের নাজেহাল করেনি।
আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ এলাকায় গণসংযোগে এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একটা ইউনিয়নও নাই যেখান থেকে সাধারণ মানুষ জেলে যায়নি। মিথ্যা মামলার কারণে।
মির্জা ফখরুল বলেন, ‘আমার বিরুদ্ধে ৮৬টির ওপর মামলা। ৩৪টি চার্জশিট দেওয়া আছে। ম্যাডামের (খালেদা জিয়া) বিরুদ্ধে ৩৪টি মামলা, ১১টির চার্জশিট হয়ে গেছে। তাহলে গণতন্ত্র কোথায়? এ আওয়ামী লীগ একটি পুরানা রাজনৈতিক দল। তাদের কাছ থেকে আশা করেছিলাম অন্য দলকে সম্মান করবে, সমীহ করবে। আমাদের ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী। তাঁকে সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে যেতে হয়। আমরা তো এ রকম করিনি। আমরা যখন ক্ষমতায় ছিলাম তাঁদের নেতাদের এ রকমভাবে বেইজ্জতি করি নাই, নাজেহাল করি নাই।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিএনপির মহাসচিব আউলিয়াপুর ইউনিনের কচুবাড়ি, হিরারধামসহ ৩টি জায়গায় গণসংযোগ ও পথ সভা করেন।