ঝালকাঠি শহরে পানিবন্দী শতাধিক পরিবার
ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি কমতে শুরু করলেও শহরের বিভিন্ন স্থানে আটকে আছে পানি। পানির কারণে সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পানিবন্দী আছে শতাধিক পরিবার।
আজ বৃহস্পতিবার যাঁরা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, তাঁদের হাঁটু সমান পানি পাড়ি দিয়ে চলাচল করতে হয়েছে।
টানা বর্ষণে এবং জোয়ারের আটকে পড়া পানিতে এখনো শহরের নতুন কলাবাগান, পৌরসভা খেয়াঘাট, কলেজ খেয়াঘাট, উত্তর কিস্তাকাঠি ও কৃষ্ণকাঠি এলাকার মানুষ পানিবন্দী রয়েছে। জরুরি কোনো কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা।
এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন বলেন, ‘শহরের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।’