বঙ্গোপসাগরে ১২ জেলেকে অপহরণের খবর, গুলিবিদ্ধ ১
বঙ্গোপসাগরে ১২ জন জেলে অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেরত আসা জেলেরা জানিয়েছেন, চারটি মাছ ধরার ট্রলারও নিয়ে গেছে জলদস্যুরা। জলদস্যুদের গুলিতে এক মাঝি আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার কুয়াকাটার ঢালচর এলাকার কাছে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফেরত আসা কাওসার নামে এক জেলে জানান, আহত মাঝি কামাল ও ছয় জেলেসহ একটি ট্রলার ফেরত পাঠিয়েছে জলদস্যুরা। এফবি ফয়সাল নামে ওই ট্রলার আজ শুক্রবার দুপুরে মৎস্য বন্দর আলীপুরে এসে পৌঁছায়।
জলদস্যুদের গুলিতে আহত হয়েছে এফবি জসিম নামের ট্রলারের মাঝি কামাল। তাঁর মাথা ও বাহুতে গুলি লেগেছে। কামাল ভোলার চরফ্যাশনের নূরাবাদের বাসিন্দা।
ফিরে আসা জেলেরা জানিয়েছেন, ডাকাতির শিকার ট্রলারগুলো হচ্ছে ভোলার এফবি জসিম, পটুয়াখালীর আলীপুরের এফবি সাকিব, এফবি ফয়সাল ও বরগুনার এফবি মুসা।
অপহরণ হওয়া একটি ট্রলারের মালিক ইয়াছিন মাঝি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুয়াকাটাসংলগ্ন গভীর বঙ্গোপসাগরের ঢালচর এলাকায় জাল টেনে তোলার সময় জলদস্যুরা গুলি ছুড়ে ট্রলারে হামলা চালায়। এ সময় কামাল মাঝি গুলিবিদ্ধ হন। জলদস্যুদের মারধরে তিন জেলে আহত হয়।
এফবি সাকিব ট্রলারের জেলে কাওসার জানান, জলদস্যুরা তাদের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং গুলিবিদ্ধ কামাল মাঝিসহ ছয় ছেলে ডাকাতির শিকার অন্য ট্রলার এফবি ফয়সালে উঠিয়ে পাঠিয়ে দেয়।
আজ গুলিবিদ্ধ মাঝি কামালকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপহরণের ঘটনায় সাগরে অভিযান চলছে।