তন্বী হত্যা : স্বামী সোহেল পুলিশ হেফাজতে
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রী এবং সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের পুত্রবধূ শারাহা ফারগুশান তন্বী (২৩) হত্যা মামলায় তাঁর স্বামী সোহেল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবাল শুনানি শেষে এ হেফাজত মঞ্জুর করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাজাহান সাংবাদিকদের জানান, সোহেল বিশ্বাসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ জুন আদালতে সাত দিনের আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী শনি অথবা রোববার কারাগার থেকে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাদীপক্ষে সহায়তাকারী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা ইউনিটের সমন্বয়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, এর আগে গত ২৩ জুন মহানগর দায়রা জজ আদালতে সোহেল বিশ্বাসের জামিন নামঞ্জুর হয়। ওই সময় মানবাধিকার সংগঠনের পক্ষে আইনি লড়াই করায় আসামিপক্ষের একজন আইনজীবী তাঁর ওপর চড়াও হন।
গত ৭ এপ্রিল রাতে সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের নগরীর নূরনগরের বাসভবনে পুত্রবধূ শারাহা ফারগুশান তন্বীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ১২ এপ্রিল তন্বীর মা সামিমা আখতার বাদী হয়ে খুলনার মুখ্য মহানগর হাকিম আমলি আদালত ‘গ’ অঞ্চলে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তন্বীর স্বামী সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দু-তিনজনকে অভিযুক্ত করা হয়।
আদালতের নির্দেশে খালিশপুর থানায় অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলাটি গত ৪ জুন আদালতের নির্দেশে খালিশপুর থানা থেকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
এদিকে খুলনা নিউমার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা এক বিবৃতিতে সমিতির সদস্য অসুস্থ সোহেল বিশ্বাসের হেফাজত বাতিলের দাবি জানিয়েছেন।