মোটরসাইকেলে চড়ায় দুই স্কুলছাত্রকে পিটিয়ে জখম!
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলে চড়ায় দুই স্কুলছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলো উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া ফাতেমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হাসান ও সপ্তম শ্রেণির ছাত্র নাইম। মোটরসাইকেলের মালিক খলিল তাদের পিটিয়েছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন।
গতকাল বুধবার বিকেলে মিশ্রীপাড়া নাসির গাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই ছাত্রকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, খলিলের ভাতিজা বায়েজিদ মোটরসাইকেলে হাসান ও নাইমকে নিয়ে ঘুরতে বের হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান ও নাইমকে বেধড়ক মারধর করেন খলিল। খলিলের লাঠির আঘাতে নাইমের বাঁ হাতের কনুই ভেঙে গেছে এবং হাসানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।
হাসানের বাবা বশির গাজী ও নাইমের বাবা নান্নু মিয়া জানান, খলিল তাঁদের সন্তানদের ওপর অমানবিক নির্যাতন করেছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।