হাতিয়ায় মাছ ধরার নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ১০-১২ জন জেলে নিয়ে নৌকাটি ডুবে গেলে এই তিনজন ছাড়া বাকি সবাই সাঁতরে কিনারে উঠতে সক্ষম হন।
urgentPhoto
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জানান, নৌকাডুবির প্রায় চার ঘণ্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় মেঘনা নদী থেকে জামাল মাঝি ও পরে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের তিনটি টহল নৌকার সাহায্যে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।
হাতিয়া উপজেলার বুড়িরচর এলাকার মৎস্য ব্যবসায়ী ইমাম উদ্দিন রিমন জানান, আজ শনিবার সকালে ১০-১২ জন মাঝিমাল্লা ও জেলে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরে ফেরার সময় বুড়িরচর বুড়ির দোনা খালের কাছে এলে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন জেলে ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয় জেলেরা এই তিনজনের লাশ উদ্ধার করে।