অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাত ঘণ্টা পর প্রত্যাহার
জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট শুরু হওয়ার সাত ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
এর আগে গতকাল সোমবার রাতে সংগঠনটি সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছিল।
আজ দুপুর ১টায় জেলা প্রশাসক শাহীনা খাতুন বাস মালিক সমিতির নেতাদের তাঁর কার্যালয়ে ডাকেন। এ সময় জেলা প্রশাসক চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সাংবাদিকদের সামনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘জেলা প্রশাসক সড়কে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।’
ধর্মঘটের কারণে সকাল থেকেই বাসশূন্য হয়ে পড়ে জেলার সব সড়ক-মহাসড়ক। ফলে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।