নাটোরে ট্রেনে কাটাপড়ে শিশুসহ নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটাপড়ে এক শিশু কন্যা ও এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার নাটোর রেল স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় পায়নি পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুলিশের ধারণা নিহতরা সম্পর্কে মা ও মেয়ে হতে পারে। শিশুটির বয়স প্রায় চার বছর।
নাটোর রেল স্টেশনের মাস্টার খান মনিরুজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর ট্রেনটি নাটোর স্টেশন অতিক্রম করে আউটার সিগন্যাল পার হওয়ার সময় ওই শিশুসহ নারী ট্রেনের নিচে কাটাপড়ে। ঘটনাস্থলে দুজনই মারা যায়।
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, নিহতরা সম্পর্কে মা ও মেয়ে হতে পারে। তিনি বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা।’