‘আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ পুরোনো রাজনৈতিক দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সামনে ছিল। সে আওয়ামী লীগের হাতেই আজ মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে। আওয়ামী লীগের হাতেই আজ গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দলের সম্মেলনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সময় আজ মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। দেশনেত্রী খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা নির্বাচন চাই। তবে সে নির্বাচন হতে হবে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। অতি সম্প্রতি নির্বাচন করার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট, এখানে যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে তবে সে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার সুযোগ খুব কম থাকে। আজ সারা দেশের মানুষ বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে চলছে।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।