খেলা দেখতে গিয়ে উপমন্ত্রী নিজেই খেলোয়াড়
প্রধান অতিথি হয়ে পুরস্কার দিতে মাঠে যান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। কিন্তু শেষ পর্যন্ত খেলার লোভ তিনি সামলাতে পারেননি। নিজেই খেলোয়াড় হয়ে মাঠে নেমে পড়েন।
গতকাল শুক্রবার বিকেলে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় আরিফ খান আজ এসপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। গ্যালারিতে বসে খেলা দেখতে দেখতে একপর্যায়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি। জার্সি গায়ে নাটোর পৌরসভার পক্ষে নেমে পড়েন মাঠে। ফাইনালে নাটোর পৌরসভার প্রতিপক্ষ তখন জেলার লালপুর থানা একাদশ। বেশ কিছুক্ষণ মাঠ মাতান তিনি। দর্শকদের কাছেও অন্যরকম উপভোগ্য ম্যাচ হয়ে ওঠে এটি।
নির্ধারিত সময় শেষে উভয় দল ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে। পরে টাইব্রেকারে নাটোর পৌরসভা দল ৪-২ গোলে লালপুর থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে ট্রফি তুলে দেন ক্রীড়া উপমন্ত্রী জয়।
নাটোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এসপি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭-এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রীসহ আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও আবুল কালাম আজাদ, নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক এস এম জাকারিয়া বুলবুল এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ্ন্দ৷
গত ১৫ এপ্রিল ১০টি দল নিয়ে শুরু হয়েছিল এ টুর্নামেন্ট।