ঠাকুরগাঁওয়ে ট্রাকের নিচে অটোরিকশা, নিহত ২
ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার সালন্দর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মিতু (২৮) ও আইভি (৩২)। এরা দুজনেই সদর উপজেলার সালন্দর চৌধুরীর হাট ফিডমিল এলাকার বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সদর উপজেলার সালন্দর এলাকায় একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় দুই নারী নিহত হন। আহত হন দুই শিশুসহ আটজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
জেলা সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির জানান, আহতদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর অবস্থায় থাকা এক শিশু ও এক নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. শুভেন্দু দেবনাথ।