পাটুরিয়ায় পুলিশ সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আকিজ গ্রুপের অর্থায়নে নির্মিত পুলিশ সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আলতাফ হোসেন এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, আকিজ গ্রুপের ডিজিএম ব্র্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম তুষার প্রমুখ।
দেশের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে পাটুরিয়া ঘাট বিশেষ গুরুত্ব বহন করে। ঘাট এলাকার হাজার হাজার যাত্রীর নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা সঠিকভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যেই সাব-কন্ট্রোল রুমটি স্থাপন করা হয়েছে।
আকিজ গ্রুপ ২০১০ সালে এই স্থানে একতলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের দায়িত্ব এবং জনবল বেড়ে যাওয়ায় এটিকে দোতলায় উন্নীত করা হয়।