‘এনটিভি নিরপেক্ষতা বজায় রেখেছে’
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নানা শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন স্থানীয় সংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এনটিভির এক যুগপূর্তি উৎসবের কেক কাটেন।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এনটিভি দীর্ঘ সময় ধরে বাস্তবতার নিরীখে দৃঢ়তার সাথে এগিয়ে চলছে। এ চ্যানেল সব সময় জনপ্রিয় অনুষ্ঠান পরিবেশন করে। এর অন্যতম ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা। এর মাধ্যমে সারা দেশে কৃতী শিল্পী তৈরি করছে এনটিভি। সংবাদ পরিবেশনে এনটিভি তাঁর নিরপেক্ষতা বজায় রেখেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে এনটিভিকে তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা ধরে রাখতে হবে।
গৌরবময় যুগপূর্তিতে এনটিভির অগ্রযাত্রা কামনা করে সংশ্লিষ্ট সাংবাদিকদের সফলতা কামনা করেন জেলা প্রশাসক।
বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আল-মামুন সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান রুমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু।
সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, বিজিবি-১২ ব্যাটালিয়নের ক্যাপ্টেন রবিন আহামেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তসলিমা খানম নিশাত, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহাম্মেদ, প্রেসক্লাব সহসভাপতি আল আমীন শাহীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক বাবুল মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু, ইব্রাহিম খান শাহাদৎ, বিশ্বজিত পাল বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মদিনা মসজিদের খতিব মাওলানা জুনাঈদ আয়ুবী।
এর আগে প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এর আগে সকালে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে দিনের সূচনা হয়।