ক্যাপ্টেন তানভীরের বাড়িতে মাতম
রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ক্যাপ্টেন তানভীর আহম্মেদ শান্তর পটুয়াখালী বাউফলের সিংহেরকাঠী গ্রামের বাড়িতে চলছে মাতম। নাতির শোকে বাকরুদ্ধ দাদা আজিজ মোল্লা। নিকটতম আত্মীয় ও প্রতিবেশীরা শোকে মুহ্যমান।
গতকাল মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার খবর শোনার পর থেকেই বাড়িতে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা ক্যাপ্টেন তানভীরের গ্রামের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
তানভীরের ভাবি সোনিয়া জানান, তানভীর ঢাকা নটরডেম কলেজ থেকে পাস করে ২০০৯ সালে সেনাবাহিনীতে কমিশনার পদে চাকরি নেন। তানভীর ২০১৬ সালের ১০ অক্টোবর জয়পুরহাট জেলার নাজিয়া সুলতানাকে বিয়ে করেন। বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ঢাকার মাটিকাটা এমইএস এলাকায় থাকেন।
ফুফু আলেয়া বেগম জানান, তানভীর সাত বছর আগে চাকরিতে যোগদান করেন। গত বছর আইভরিকোস্টে সড়ক দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায়। সুস্থ হওয়ার পর তিনি আবার কাজে ফেরেন।
চাচা মালেক মোল্লা জানান, তানভীরের লাশ ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
টানা বৃষ্টিতে পাহাড় ধসে রাঙামাটিতে ১০১, চট্টগ্রামে ৩৬ ও বান্দরবানে ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে চার সেনা সদস্য রয়েছেন। তাঁরা রাঙামাটিতে উদ্ধার কাজ করছিলেন।