কুমিল্লায় এক লাখ ইয়াবা উদ্ধার
কুমিল্লায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তবর্তী উত্তর সূর্যনগর এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার কুমিল্লা কোটবাড়ীতে বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন জানান, উত্তর সূর্যনগর এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবার চালান আসার খবর পায় বিজিবি। এরপর গভীর রাতে ওই এলাকায় অভিযান চালালে চোরাচালানিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।