স্কয়ারের উদ্যোগে পাবনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ স্কয়ারের উদ্যোগে গতকাল শুক্রবার পাবনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. জসিমুদ্দিন।
স্কয়ার ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিটিউক্যালসের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদসহ স্কয়ার ফার্মা, স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, মুক্তিযোদ্ধা সংসদ পাবনার কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল্লাহ বিশ্বাস হেলাল, বিএমএ পাবনা জেলা শাখার সভাপতি ডা. গোলজার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম লাল, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ, সাবেক সভাপতি অধ্যাপক রুমি খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক, দৈনিক জোড়বাংলা ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এ বি এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরোপ্রধান উৎপল মির্জা, দৈনিক সিনসা সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, দৈনিক নতুন বিশ্ববার্তা সম্পাদক ও পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অধ্যাপক শহিদুর রহমান শহিদ, দৈনিক খবর বাংলার প্রকাশক শামীম আহমেদ, টেলিভিশন সাংবাদিক সমিতির আহ্বায়ক, স্থানীয় সাপ্তাহিক বাঁশপত্রের সম্পাদক রাজিউর রহমান রুমি, ডেইলি অবজারভার প্রতিনিধি নরেশ মধু, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইউএনবি প্রতিনিধি এস এম আলাউদ্দিন, মাছরাঙা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, এটিএন নিউজের রিজভী রাইসুল জয়, জিটিভির ইমরোজ খন্দকার বাপ্পী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।