৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চালু
হবিগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ৯ ঘণ্টা পর বিকেল ৫টায় ঢাকা-সিলেট রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে রশিদপুর রেলস্টেশনের আউটারে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন রশিদপুরে এসে ট্রেনটি উদ্ধার করে। তেলবাহী ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
দুর্ঘটনার পর ঢাকা সিলেট রেলপথে তিনটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়। ট্রেন তিনটি হলো- আন্তনগর কালনী এক্সপ্রেস, কুশিয়ারা এক্সপ্রেস, সিলেট আখাউড়া লাইনের একটি ডেমো ট্রেন।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, নয় ঘণ্টা পর বিকেল ৫টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রশিদপুর স্টেশনের উভয় দিক থেকে আন্তনগর কালনী, জয়ন্তিকা ও পারাবত ট্রেন ছেড়ে গেছে। তবে তিনটি ট্রেন বাতিল হওয়ায় বিভিন্ন স্টেশনে অপেক্ষারত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।