ফেনীতে এনটিভির যুগপূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা
নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির একযুগ পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে ও এনটিভি ফেনী প্রতিনিধি ওছমান হরুন মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহমদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও ক্যাবল অপারেটর প্রতিনিধিরা।
বক্তারা এনটিভির সংবাদ প্রচারে নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে আগামী দিনেও এ নীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা জেলা-উপজেলা পর্যায়ের সংবাদ বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করার পরামর্শ দেন।