পাবনায় উত্তরণ সাহিত্য আসরের নতুন কমিটি
দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ সাহিত্য আসরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে আলমগীর কবীর হৃদয়কে সভাপতি ও পলাশ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শনিবার পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানের কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।
উত্তরণ সাহিত্য আসরের সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি কবি সৈয়দা জহুরা আকতার ইরা, সহসভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সহসাধারণ সম্পাদক সালেক শিবলু ও মাসুদ হাসান রনি, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সেজুতি খন্দকার, অর্থ সম্পাদক সামুন সাব্বির, দপ্তর সম্পাদক মেঘলা আকতার মেঘ, সহদপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফাহিম মিতুল, সাহিত্য সম্পাদক এনামুল মানিক, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা শাপলা, সহসাংস্কৃতিক সম্পাদক কে এম বৃষ্টি, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আকতার, প্রচার সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সহপ্রচার সম্পাদক আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ এহতেশাম, বিভাগীয় সম্পাদক স্বপ্না হাবীব ও শাখা সমন্বয় সম্পাদক জিনিয়া ফেরদৌস সুমী।
যে ছয়জনকে নির্বাহী সদস্য করা হয়েছে তাঁরা হলেন ম. আ. কুদ্দুস পদ্মা, খন্দকার বদিউর রহমান মুন্নু, বাবলা মাহফুজ, সৈয়দা কামরুন্নাহার শিল্পী, ইদ্রিস আলী ও আমিনুর রহমান খান।
এ ছাড়া ১০ জনকে উত্তরণ সাহিত্য আসরের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। তাঁরা হলেন কবি ওমর আলী, কবি সাঈদ হাসান দারা, কবি এনামুল হক টগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব-উল-আলম মুকুল, কবি অধ্যাপক মো. আবদুল করিম, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, দৈনিক সিনসা সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, কবি মির্জা গোলাম রব্বানী, কবি ডা. ক্যাপ্টেন (অব.) সরোয়ার জাহান ফয়েজ ও কবি আলতাব হোসেন।
জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু আহমেদ (নাটোর), জালাল উদ্দীন আহমেদ (ময়মনসিংহ), রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), শামিমা সুলতানা টুম্পা (বগুড়া), শফিউল বারী রাসেল (জয়পুরহাট), দেওয়ান আজিজুল হক (ঢাকা), সেলিনা সাথী (নীলফামারী), জাহ্নবী জাইমা (রংপুর), আনোয়ারুল হক (পঞ্চগড়) ও হাসান আবাবিল (রাজশাহী)। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ধ্রুব কনস্ট্রাকশন লিমিটেড।
উত্তরণ সাহিত্য আসর এবার অষ্টম বর্ষে পা দিয়েছে। এ উপলক্ষে শনিবার আছরের নামাজের পর পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুব উল-আলম মুকুলের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনায় অংশ নেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল করিম, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান শহীদ, দৈনিক সিনসা সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, লেখক ও শিক্ষাবিদ সমীর আহমেদ, পাবনা ড্রামা সার্কেলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণ সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়।