গাফফার চৌধুরী ইসলাম থেকে খারিজ : হেফাজত
বিশিষ্ট কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী আল্লাহর গুণবাচক ৯৯ নাম নিয়ে তামাশা করেছেন বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাঁদের মতে, গাফফার চৌধুরী ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেছেন। তওবা করে আবারও ইসলাম ধর্ম গ্রহণ না করা পর্যন্ত তিনি মুসলমান পরিচয় বহন করতে পারবেন না।
হেফাজতে ইসলাম গাফফার চৌধুরীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। নয়তো সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে।
আজ রোববার সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সই করা এক যুক্ত বিবৃতিতে এই সব কথা জানানো হয়।
বিবৃতিতে গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিল করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁকে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার দাবিও জানায় হেফাজতে ইসলাম। এমনকি তাঁকে দেশে প্রবেশ করতে দেওয়া হলে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয় তারা।
গাফফার চৌধুরীর উদ্দেশে বিবৃতিতে বলা হয়, ‘মহান আল্লাহ, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর সাহাবাদের নিয়ে জঘন্য উক্তি করে তিনি ধৃষ্টতার সব সীমা ইতিমধ্যে অতিক্রম করেছেন। বাংলাদেশের ১৬ কোটি নবীপ্রেমিক মুসলিম জনতা ধর্মত্যাগী এ মুরতাদের ফাঁসি চায়। জনদাবি উপেক্ষা করে তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলে ব্যাপক গণপ্রতিরোধ শুরু হবে।’
আবদুল গাফফার চৌধুরীর বক্তব্যে দেওয়া তথ্য ও মন্তব্যগুলো ঈমান পরিপন্থী, অসত্য ও চরম বিভ্রান্তিকর বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি বলছে, ‘আরবি ভাষা ও ইসলামের ধর্মতত্ত্ব বিষয়ে পাণ্ডিত্য জাহির করতে গিয়ে তিনি একদিকে তার মুর্খতা ও অন্যদিকে আল্লাহদ্রোহিতাই প্রকাশ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আল্লাহর ৯৯ নাম সবই কিন্তু কাফেরদের দেবতার নাম...সবই কিন্তু ইসলাম এডাপ্ট করেছে।’’ এটা নির্জলা মিথ্যা ও সর্বৈব অবাস্তব তথ্য। এরূপ মন্তব্য শিরক ও আল্লাহর অবমাননার শামিল। এমন উক্তির পর কেউ মুসলমান থাকতে পারে না।
এ ছাড়া মেয়েদের হিজাব ও মাসিক রজঃস্রাব ইত্যাদির বিধান সম্পর্কেও গাফফার চৌধুরী কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলেও জানায় হেফাজতে ইসলাম।
বিবৃতির সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকারপ্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, গাফফার চৌধুরী ও লতিফ সিদ্দিকীদের মতো বিষধর সাপগুলোকে সময় থাকতে যদি শায়েস্তা করা না হয় তাহলে বর্তমান সরকারের অপমৃত্যুর জন্য কোনো বিরোধীদল ও রাজনৈতিক আন্দোলনের দরকার হবে না। নিজেদের কল্যাণ ও ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে লতিফ সিদ্দিকী ও তাঁর নব্যদোসর গাফফার চৌধুরীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় সারা দেশে সর্বস্তরের আল্লাহ ও রাসুল প্রেমিক লাখো জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’
গত শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম নিয়ে মন্তব্য করেন আবদুল গাফফার চৌধুরী। বাংলাদেশের স্থায়ী মিশনে এক আলোচনা সভায় তাঁর মন্তব্যের পর থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।