ঈদের দিন ব্যবসায়ীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় সেলিম রেজা নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সেলিম সদর উপজেলার সিংগিয়া গ্রামের বাসিন্দা।
আজ সোমবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মসজিদে ঈদের নামাজ হয় সকাল সাড়ে ৯টায়। এর কিছুক্ষণ আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যায়লের পাশে লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়।
নিহতের ভাই দেলোয়ার হোসেন দাবি করেন, ছেলেমেয়ের বিয়ে দেওয়াকে কেন্দ্র করে বিরোধ হয়। সেই বিরোধের জেরে মেয়েপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রোববার রাতে সেলিম ভুল্লী বাজারে ছিল। রাতে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা জানিয়ে বলেন, দোষীদের আইনের আওতায় আনা হবে।