পবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত ও অধ্যাপক জেহাদ পারভেজ।
পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস উৎসবের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুমকি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত, অধ্যাপক জেহাদ পারভেজ, অধ্যাপক ফজলুল হক, সহকারী অধ্যাপক আফজাল হোসাইন, কর্মকর্তা মো. মিজানুর রহমান (টমাস) প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের শিক্ষাব্যবস্থা বিস্তারের জন্য ২০০০ সালের ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষকরা সবার সহযোগিতা কামনা করেন।