রাজবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার ১
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার রাতে রাজবাড়ী-পাবনা আঞ্চলিক মহাসড়কের সূর্যনগর রেলগেট থেকে ৭১৮ বোতল ফেনসিডিল, চার বোতল মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আটক সুন্দর আলী (২৪) ইঞ্জিনচালিত ট্রলির চালক। তিনি চুয়াডাঙ্গার জীবননগরের হাবিবপুর গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সূত্রে রাত প্রায় ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনচালিত ট্রলিটিকে আটক করে। এর ভেতর থেকে প্রায় ছয় লাখ টাকা সমমূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জানান, মাদক নিয়ে ট্রলিটি চুয়াডাঙ্গার উথুলি বাজার থেকে রাজবাড়ীতে আসছিল। এই মাদকের পেছনে গডফাদার কারা তা তদন্ত করে খুঁজে বের করে তাঁদের আইনের আওতায় আনা হবে।
রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, রাজবাড়ীকে মাদকমুক্ত করতে পুলিশ যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।