বাবার স্বাক্ষর জাল করায় ১০ বছর সাজা
ঝালকাঠিতে বাবার স্বাক্ষর জাল করে জমির দলিল করার দায়ে ছেলে মতিয়ার রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। একই সাথে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া মতিয়ার রহমান সদর উপজেলার বালিগোনা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠির সহকারী সরকারি কৌঁসুলি সঞ্জিব কুমার বিশ্বাস জানান, মতিয়ার রহমান ১৯৬৮ সালের ২৮ জুন তাঁর বাবা মৃত আবদুল করিম মাঝির স্বাক্ষর জাল করে ৬৫ দশমিক ৯২ শতাংশ জমি নিজের নামে দলিল সম্পাদন করেন।
বিষয়টি জানতে পেরে তাঁর ছোট ভাই আফজাল মিয়া ২০০৪ সালে এই মামলা করেন।