ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফরাজ আহমেদ।
নিহত আবদুল মান্নান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক। তিনি ঠাকুরগাঁও রোডের ইসলাম নগর এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহত সাবেক ছাত্রলীগ নেতা শহরের আশ্রমপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে জুম্মনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. ফরাজ আহমেদ জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক হাসপাতালে রাখা হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন হাসপাতালে গণমাধ্যমের কাছে দাবি করেন, মধ্যরাতের পর আবদুল মান্নান শহরের মুন্সিরহাট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দুজন এসে মান্নানের ওপর হামলা চালায়। তিনি ফেরাতে গেলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আবদুল মান্নান মারা যান।
সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন দাবি করেন, দুর্বৃত্তদের মধ্যে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্ত ও শান্ত ছিলেন। তিনি আরো করেন, তাঁদের মধ্যে পূর্ববিরোধ রয়েছে।