চাঁদাবাজির অভিযোগে পুলিশের ৩ সদস্য বরখাস্ত
চাঁদাবাজির অভিযোগে খাগড়াছড়িতে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য মো. ফিরোজুল ইসলাম ও মো. মনিরুজ্জামান এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মো. হাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী এনটিভি অনলাইনকে জানান, গত ৮ জুলাই বুধবার রাত ১১টার দিকে পুলিশের এই তিন সদস্য ডিবি পরিচয়ে জেলা শহরের গঞ্জপাড়া এলাকায় মাংপ্রু মারমা নামের এক গৃহবধূর বাড়িতে যান। এ সময় ওই বাড়িতে মাদকদ্রব্য বিক্রি করা হয় এমন অভিযোগ করে তাঁর স্বামী ক্যাচিং মারমাকে হাতকড়া পরিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দিলে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা নিয়ে চলে যান।
এ ঘটনা পুলিশ সুপার মো. মজিদ আলীকে জানানো হলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এনায়েত হোসেন মান্নানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। তদন্ত শেষে প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে ওই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তিনজনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।