চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সচিব আটক
ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য আসা ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম গিয়াস ও পরিষদের সচিব মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে বিক্রির জন্য রাখা সাত বস্তা চাল উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, ইউনিয়নের ৯৭৫ জন দুঃস্থ মানুষের মাঝে গতকাল সোমবার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। নিয়মানুযায়ী জনপ্রতি ১০ কেজি করে মোট নয় টন ৭৭৫ কেজি চাল দেওয়ার কথা ছিল।
‘কিন্তু ইউপি চেয়ারম্যান নূরুল আলম গিয়াস, সচিব মো. সাইফুল ইসলাম, পরিষদের সদস্য মজিবুর রহমান মাঝি, খলিলুর রহমান খান, মাজাহারুল ইসলাম ও চৌকিদার আইয়ুব আলীর নির্দেশে প্রত্যেককে এক থেকে দুইকেজি করে চাল কম দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে গোপনে চাল বিক্রির পাঁয়তারা করে ইউপি চেয়ারম্যান।’
সংবাদ পেয়ে তাদের আটক করা হয়েছে। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ৫০ কেজি চালের সাতটি বস্তা উদ্ধার করা হয়েছে। আটকদের জিজ্ঞাবাদের পর এ ঘটনায় মামলা হবে। চাল আত্মসাতের ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও আটক করা হবে বলে জানান ওসি।