রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
রাজবাড়ী জেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধার প্রত্যেককে এক হাজার টাকা করে এ সম্মাননা দেওয়া হয়। জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি মুক্তিযোদ্ধাদের হাতে এ টাকা তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এর পর আকবর আলী মর্জি তাঁর ব্যক্তিগত ৮ শতাংশ জমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য দান করেন।
এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, উপজেলা কমান্ডার আবদুল জলিল, আবদুস সামাদ, আমজাদ হোসেন, রেজাউল করিম বক্তব্য রাখেন।