মানুষ শান্তিতে আছে, গড় আয়ু বেড়েছে : আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মানুষ এখন শান্তিতে আছে, তাই গড় আয়ুও বেড়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি পৌরসভা চত্বরে গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। দেশে যে পরিমাণে উন্নয়ন হচ্ছে,তাতে কোনো মানুষকে আর না খেয়ে থাকতে হবে না। বর্তমান সরকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেও বলে জানান শিল্পমন্ত্রী। তিনি আরো বলেন, পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন হবে। মানুষকে কাজের সন্ধান করতে হবে না, কাজই মানুষকে খুঁজে নেবে।
নলছিটি পৌরসভার মেয়র মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস লস্কর প্রমুখ।
পরে শিল্পমন্ত্রী গরিব ও দুস্থদের হাতে ১০ কেজি করে ভিজিএফের চাল তুলে দেন। ঈদে সরকারিভাবে আসা ৩১ টন চাল নলছিটি পৌরসভার তিন হাজার ১০০ জনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।