সাংবাদিক শামছুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবলের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে যশোরের সাংবাদিক সমাজ।
সকালে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদসহ স্থানীয় সাংবাদিকরা সাংবাদিক শামছুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রেসক্লাব যশোরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তব্য দেন সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, একরাম উদ দৌলা, সাধারণ সম্পাদক তৌহিদ রহমান প্রমুখ।
২০০০ সালের ১৬ জুলাই রাতে যশোর শহরের নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শামছুর রহমান কেবল।