সাপ নিয়ে সারাবেলা
রাজবাড়ীতে আজ বৃহস্পতিবার বিশ্ব সর্প দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী স্নেক ফার্মের উদ্যোগে সাত দিনব্যাপী সর্পমেলার উদ্বোধন করা হয়। একই সাথে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের কাসাদহ গ্রামে স্নেক ফার্ম কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গণেশ চন্দ্র মণ্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান।
এ ছাড়া রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রাজবাড়ী স্নেক ফার্মের উদ্যোক্তা রবিউল ইসলাম রনজু, স্নেক ফার্মের কনসালটেন্ট তন্ময় সরকার প্রমুখ বক্তব্য দেন।
পরে সেখান থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি ফার্মের সামনের সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মেলায় সাপ নিয়ে নানা আয়োজেনের পাশাপাশি চলছে লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।