নদীর পানি কমছে ঠাকুরগাঁওয়ে, একজনের লাশ উদ্ধার
নদী-নদীর পানি কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নিচু এলাকা থেকে এখনো পানি সরে যায়নি। আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ অবস্থান করছে।
এদিকে তিনদিন আগে নিখোঁজ হওয়া রিয়াদ (২০) নামে এক কলেজছাত্রের লাশ টাঙ্গন নদী থেকে উদ্ধার করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য জানান।
তবে এখনো তিনজন শিশু নিখোঁজ আছে বলে জানা যায়। জেলা প্রশাসক আবদুল আওয়াল এ তথ্য জানান।
আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সরবরাহ পাচ্ছে না বলে অভিযোগ করেন কেন্দ্রে আসা দুর্গত মানুষ। এ ছাড়া বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকার অভিযোগ করেন তাঁরা।
বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ের নবনির্মিত ব্রডগেজ রেলপথ। রেললাইনের ওপর দিয়ে প্রবল স্রোতে পানিপ্রবাহের কারণে পঞ্চগড়-ঠাকুরগাঁও রেললাইনের নয়নিবুরুজ স্টেশন থেকে কিসমত স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেলপথের বিভিন্ন জায়গায় স্লিপারের মাঝের পাথর ও মাটি সরে গেছে। এখন পর্যন্ত পঞ্চগড়–ঠাকুরগাঁও ও দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।
এদিকে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় পাঁচ হাজার হেক্টর আবাদি জমি এখনো পানির নিচে।
তবে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আবদুল আওয়াল জানান, নদীর পানি কমতে শুরু করেছে। পর্যাপ্ত ত্রাণসহায়তা আছে। আরো চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে।
আবদুল আওয়াল বলেন, ‘এ জেলায় বন্যা পরিস্থিতি অনেকটাই ভালো বলতে পারি। আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছে। আশা করছি আগামীকাল ও পরশুদিনের মধ্যে সবাই ঘরে ফিরতে পারবে। বিপৎসীমার অনেক নিচে টাঙ্গন নদীর পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতও সেভাবে হচ্ছে না। বলা যায়, পরিস্থিতি এখন ভালোর দিকে। ত্রাণসামগ্রীও পর্যাপ্ত পরিমাণে আছে।’