স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যা ও লাশ গুম করার দায়ে স্বামী এনামুল হককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০১১ সালে ২০ এপ্রিল জেলার পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামের এনামুল হক তাঁর স্ত্রী সালমা বেগমকে নিয়ে সদর উপজেলার শিবগঞ্জের মরিচপাড়ায় বড় মেয়ের বাড়িতে যান। ওই দিন রাতে স্বামী এনামুল হক বাড়ি ফিরলেও সালমা ফেরেননি। এরপর বড় ছেলেসহ পরিবারের সদস্যরা সালমাকে খুঁজে পায়নি। ঘটনার পাঁচদিন পর ২৫ এপ্রিল শ্যামপুর এলাকার একটি মরিচক্ষেতে লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার দিন থেকে স্বামী এনামুল হক পলাতক। নিহত সালমার ভগ্নপতি তাঁকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।