খেজুর রইল দোকানে, লাশ পড়ল গ্রামে
হবিগঞ্জের লাখাই উপজেলার প্রত্যন্ত গ্রাম তেঘরিয়া। সেখানকার বাসিন্দা মলাই মিয়া ঈদের কয়েকদিন আগে খেজুর কিনতে গিয়েছিলেন পার্শ্ববর্তী পূর্ব সিংহগ্রাম এলাকায়। ওই সময় দোকানি শাহজাহান মিয়ার সঙ্গে দাম নিয়ে কথাকাটাকাটি হয় তাঁর। বিষয়টা জানাজানি হয় দুই গ্রামের লোকজনের মধ্যেও। এর রেশ ধরে আজ রোববার বেলা ১১টার পর ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে দুই গ্রামবাসীর। এতে মলাই কিংবা শাহজাহান মিয়ার কেউই হতাহত হননি। তবে তাদের পক্ষে সংঘর্ষ জড়িয়ে প্রাণ গেল দুই গ্রামের দুই বাসিন্দার। urgentPhoto
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয় উভয় গ্রামের কয়েকশ লোক। ওই সময় প্রাণ যায় তেঘরিয়া গ্রামের মনা মিয়ার ছেলে কদম আলী ও সায়েদ মিয়ার ছেলে বকুল মিয়ার। এতে আহত হন অর্ধশতাধিক লোক। এতে গুরুতর আহত হয় আরো কয়েকজন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-উত্তর) সাজিদুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি ওই এলাকায় অবস্থান করছেন। সঙ্গে আছে লাখাই থানা পুলিশ।