ঠাকুরগাঁওয়ে নববধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামের নাসরিন আক্তার (২১) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। নির্যাতনের পর হত্যার অভিযোগ করেছেন নাসরিনের স্বজনরা।
আজ সোমবার দুপুরে পুলিশ স্বামীর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাশের হরিপুর গ্রামের একটি গাছ থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর নাসরিনের স্বামী রেজাউলসহ পরিবারের লোকজন পলাতক।
নববধূ নাসরিনের মা শরিফা বেগমসহ স্বজনরা অভিযোগ করে বলেন, পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে স্বামীর পরিবার। সাড়ে সাড়ে মাস আগে ওই উপজেলার চারোল গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের সঙ্গে বোয়ালধার গ্রামের রেজাউলের বিয়ে হয়। বিয়েতে পাঁচ লাখ টাকা ও মোটরসাইকেল যৌতুক নেন রেজাউল। বিয়ের দুই মাস পর থেকে প্রায়ই সময় ঝগড়া হতো বলে জানান নাসরিনের মা।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষ দোষীদের আইনের আওতায় আনা হবে।