ঠাকুরগাঁওয়ে মিছিলে পুলিশের বাধা, ধাওয়া-পাল্টাধাওয়া
ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়েছে। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এরপরই শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া।
সদর থানার ওসি মেহেদী হাসান এনটিভিকে বলেন, বিএনপি নেতারা মিছিল বের করতে চাইলে তাদের মানা করা হয়। তাদের কার্যালয়ের সামনেই সমাবেশ করতে বলা হয়। কিন্তু পুলিশের নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে এবং পুলিশের ওপর ইট নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ার শেল ও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় মিছিলকারীদের ইটের আঘাতে এক পথচারী আহত হয়।
ওসি জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল ও রাজাগাঁও ইউপির চেয়ারম্যান আমিনসহ ২০ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতা-কর্মীদের একটা অংশ জেলা কার্যালয়ে জড়ো হয়। বাকিরা পথে ছিল। এ সময় পুলিশ এসে মিছিল বের করতে মানা করে এবং রাস্তায় যাঁরা ছিলেন তাঁদের ধাওয়া দেয়।
পুলিশ জেলা বিএনপির অনেক নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
এ ঘটনার পর শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।