দৌলতদিয়ায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লী থেকে ভুয়া র্যাব সন্দেহে মোমিনুল ইসলাম বাবু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।
বাবুর বাড়ি কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডু গ্রামে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২৩৫টি ইয়াবা বড়ি, একটি মোবাইল ফোন ও এক হাজার ১৪৫ টাকা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
ফরিদপুর র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) খালেদ-উজ-জামান এনটিভি অনলাইনকে জানান, রাতে যৌনপল্লীর ১ নম্বর গেটে র্যাব পরিচয় দিয়ে ইয়াবা বড়ি বিক্রির চেষ্টা করছিলেন বাবু। খবর পেয়ে র্যাবের সদস্যরা দ্রুত তাঁকে আটক করে চ্যালেঞ্জ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে র্যাব সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে একটি প্যাকেটের মধ্যে থাকা ইয়াবার প্যাকেট, মোবাইল ও টাকা উদ্ধার করেন।
খালেদ-উজ-জামান বলেন, বাবু দীর্ঘদিন ধরে র্যাবের ভুয়া সদস্য পরিচয় দিয়ে দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লী এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।