ভারতে কারাভোগের পর ৮ নারী-শিশুকে দেশে ফেরত
ভারতে দেড় বছর কারাভোগের পর আট বাংলাদেশি নারী-শিশুকে আজ শুক্রবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, যশোরের বিভিন্ন সীমান্তপথে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যায় তারা। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের কলকাতা রেলস্টেশন থেকে আটক করে জেলহাজতে পাঠায়। দেড় বছর কারাভোগের পর সেখানকার বেসরকারি সংস্থা লিগ্যাল এইড অ্যান্ড ট্রেনিং সেন্টার তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়কেন্দ্রে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা নারী-শিশুদের পুলিশের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট নাসিমা আক্তার জানান, ফেরত আসা নারী-শিশুদের তাদের স্বজনদের কাছে শিগগিরই পৌঁছে দেওয়া হবে।