প্রশিক্ষণ নিতে বিএসএফের ৩১ সদস্য বাংলাদেশে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩১ সদস্যের একটি প্রতিনিধিদল ১০ দিনের যৌথ প্রশিক্ষণে অংশ নিতে আজ শুক্রবার বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে।
বিএসএফের ডিআইজি (ক্লাস) লাল শাহের নেতৃত্বে প্রতিনিধিদলটিকে বেনাপোল চেকপোস্টে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খলিলুর রহমান।
২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, উভয় দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক উন্নয়নে ভারতের এই প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের বিজিবি চট্টগ্রাম বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল বায়তুল ইজ্জতে ১০ দিনের যৌথ প্রশিক্ষণে অংশ নেবে।
ভারতের প্রতিনিধিদল আজ সকালে বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধিদলটি আজ ঢাকায় থাকবে। সেখান থেকে আগামীকাল চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। প্রশিক্ষণ শেষে তাঁরা আবার বেনাপোল হয়ে ভারতে ফিরে যাবেন।