চালের সংকট তৈরি করেছে সরকার : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, চালের দাম আকাশচুম্বী, মানুষ হাহাকার করছে। সরকারই এই সংকট তৈরি করেছে। অথচ সরকারের মন্ত্রীরা বলছে চালের সংকট নেই।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর কমিনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গাদের আশ্রয়ের কোনো ব্যবস্থা করতে পারেনি সরকার। লাখ লাখ রোহিঙ্গা বৃষ্টিতে ভিজে মানবেতর জীবন যাপন করছে। নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তারা এখন খাদ্য ও পানির সংকটে ভয়াবহ অবস্থায় মধ্যে আছে।
অবিলম্বে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে সব ধরনের ব্যবস্থা করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে হবে।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুর বাসিদ আঞ্জু, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম শামসুল হক, পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ।