ঝালকাঠিতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু
নির্বাচন কমিশনের দেশব্যাপী কার্যক্রমের প্রথম পর্যায়ে ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় আজ শনিবার ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এ কাজ আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে।
যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা আগে, তাদের তথ্য নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যমান তালিকা থেকে নাম কর্তনের জন্য মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ কাজের জন্য দুই উপজেলায় ১১৫ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
তথ্য সংগ্রহের পর ১১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধনের কাজ চলবে। যাদের তথ্য সংগ্রহ করা হবে, তাদের তথ্যস্লিপে উল্লেখিত নির্ধারিত তারিখে ও নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধিত হতে হবে।
এ ছাড়া কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে জেলার বাকি দুই উপজেলা ঝালকাঠি সদর ও রাজাপুরে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। এ দুটি উপজেলায় ভোটার নিবন্ধনের কাজ হবে সেপ্টেম্বরের ৩ থেকে ২২ তারিখ পর্যন্ত।
অন্যদিকে হালনাগাদ কার্যক্রমকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদনের মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের কাজও চলমান থাকবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা খান আ বি শাহানূর খান।