অধ্যক্ষের বিচারের দাবিতে ক্লাস বর্জন
মাদারীপুরে চরমুগরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হান্নান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্যে ক্লাস বর্জন করে। এ ছাড়া অধ্যক্ষের বিচারের দাবিতে কলেজের প্রশাসনিক সব কার্যক্রম স্থগিত করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
দাবির সমর্থনে কলেজের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, সম্প্রতি অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অধ্যক্ষ হান্নান মোল্লা নিজেই অতিরিক্ত টাকা আত্মসাৎ করেন। চতুর্থ শ্রেণির কর্মচারী হাফিজুর রহমানকে তাঁর প্রাপ্য সম্মানী থেকে বঞ্চিত করেন অধ্যক্ষ।
কর্মচারী হাফিজুর রহমান এ বিষয়ে অধ্যক্ষ হান্নানের সঙ্গে কথা বললে একপর্যায়ে হাফিজুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। ঈদের ছুটির পর শনিবার কলেজ শুরুর আগেই অধ্যক্ষের বিচার ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এ সময় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয় তারা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক মাসুদুর রহমান বলেন, ‘অধ্যক্ষের দুর্নীতি ও অসদাচরণের বিরুদ্ধে কলেজের সব প্রশাসনিক কার্যক্রম স্থগিত করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। আমরাও কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। সেই সঙ্গে অধ্যক্ষের নানা অনিয়মের তদন্তসাপেক্ষে বিচারও দাবি করছি।’
তবে এ ব্যাপারে অধ্যক্ষ হান্নান মোল্লা নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি জানান, আগামীতে পরিস্থিতি মোকাবিলা করা হবে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্ত্রিতি নিয়ন্ত্রণে এনেছি। বিষয়টি সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’